স্কুল খুলতেই এক ধাক্কায় করোনায় আক্রান্ত ২২৯ পড়ুয়া

স্কুলের ২২৯ জন পড়ুয়া ছাড়াও ৪ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে কোয়ারান্টিনে রয়েছেন।

করোনা এবং তার পরবর্তী লকডাউনের ধাক্কা সামলে নতুন বছরে জানুয়ারি থেকে শুরু হয়েছে স্কুলের নতুন সেশন। স্কুল খুলতেই মহা বিপর্যয় নেমে এল মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় একটি স্কুলে। ২৭ জানুয়ারি স্কুল খোলার পরে একসঙ্গে ২২৯ জন পড়ুয়ার  করোনা পজিটিভ হয়। সূত্রের খবর, ওই স্কুলের ২২৯ জন পড়ুয়া ছাড়াও ৪ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে কোয়ারান্টিনে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, স্কুলটিকে আপাতত করোনা সংক্রমণের ‘কন্টেইনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জেলা‌ প্রশাসন জানিয়েছে, স্কুলের অধিকাংশই পড়ুয়াই অমরাবতী এবং ইভাতমাল জেলার এবং সম্প্রতি এই দুই জেলায় করোনারা নতুন স্ট্রেইন দ্রুত ছড়িয়ে পড়েছে। গত বুধবার পর্যন্ত মহারাষ্ট্রে মোট ৮,৮০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮০ জনের মৃত্যু হয়েছে। শুধু অমরাবতীতেই ১৫১ পড়ুয়ার শরীরে করোনা সংক্রমণ  হয়েছে। ইভাতমালে আক্রান্ত ৫৫, ওয়াসিমে ১১, হিংগোলিতে ৮, বুলধানাতে ৩ এবং আকোলাতে একজন। স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর করোনা টেস্ট করা হয়েছিল। তারপরও এতজন কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২১ হাজার ১১৯। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৯৩৭ জনের।

Comments are closed.