উৎকর্ষ বাংলা প্রকল্পে ‘পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট’ এর উদ্যোগে বেকারদের কর্মসংস্থান

এবার ‘পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট’ এর উদ্যোগে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আয়োজন করা হচ্ছে জব ফেয়ার। বাংলা জুড়ে আয়োজিত জব ফেয়ারে ছেলে মেয়েরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকার ২০১৬ সালে উৎকর্ষ বাংলা নামে একটি প্রকল্পের সূচনা করে। নানান ধরণের কারিগরি শিক্ষা দিয়ে বাংলার ছেলেমেয়েদের কর্মের উপযুক্ত করে তোলা হয় এই প্রকল্পে।

এই প্রকল্পের আওতায় সেলাই, গাড়ি চালানো, গাড়ি সাড়াই, অটোমোবাইলের কাজ, বৈদ্যুতিন সরঞ্জাম, বিউটিশিয়ান কোর্স শেখানো হয়। কোর্স শেষের পর তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়। যাদের কোর্স শেষ হয়েছে তাঁদের জন্য এবার কর্ম সংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার।

‘পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট’ এর উদ্যোগে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে কর্মোপযোগী ছেলেমেয়েরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগ চলবে।

বিভিন্ন জায়গার জন্য আলাদা আলাদা প্লেসমেন্ট ড্রাইভে আবেদনের সুযোগ পাবেন ছেলে মেয়েরা। যেমন কলকাতা এপিসি রায় পলিটেকনিক কলেজে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলির ট্রেনিরা আবেদন করতে পারবেন।

শিলিগুড়ি আই টি আই এর প্লেসমেন্ট ড্রাউভে আবেদনের সুযোগ পাবেন দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার, কালিংপঙের ট্রেনিরা। দুর্গাপুর আই টি আই প্লেসমেন্ট ড্রাইভে আবেদনের সুযোগ পাবেন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ট্রেনিরা। চাকরিপ্রার্থীদের উৎকর্ষ বাংলার ওয়েবসাইটে আবেদন জানাতে প্রথম। এরপর সেখান থেকে বলে দেওয়া হবে স্থানীয় জব ফেয়ারে হাজির থাকার জন্য।

Comments are closed.