সুখবর! ২,০০০ প্রবেশনারি অফিসার নিচ্ছে SBI, দেখে নিন পরীক্ষার তারিখ, যোগ্যতা ও স্যালারি

উৎসবের মরসুমেই ব্যাঙ্কের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ২ হাজার প্রবেশনারি অফিসার (PO) নিয়োগ করছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যার জন্য আবেদন করা যাচ্ছে ১৪ নভেম্বর থেকেই। আবেদনের শেষ তারিখ আগামী ৪ ডিসেম্বর।
মোট তিনটি ধাপে হবে পরীক্ষা, প্রথমে প্রিলিমিনারি, তারপর মেইন এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ রাউন্ড।
৩১ শে ডিসেম্বর থেকে চার দিনব্যাপী দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনলাইন প্রিলিমিনারি টেস্ট চলবে। প্রিলিমিনারি পরীক্ষার শেষ দিন আগামী বছরের ৫ জানুয়ারি।
মোট ২ হাজার শূন্যপদের মধ্যে ২০০ টি পদ সংরক্ষিত আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য।

যোগ্যতা:
SBI এর PO পদের জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা স্নাতক। তবে গ্র‍্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টারের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং ৩০ বছর বয়সের ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবেন না। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের দিক থেকে ছাড় পাবেন। সংশ্লিষ্ট পরীক্ষাটি মোট চারবার দিতে পারবেন সাধারণ চাকরিপ্রার্থীরা। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি ও OBC প্রার্থীরা সাত বার এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে কোনও বাধা নেই।

স্যালারি:
নতুন নোটিস অনুযায়ী, SBI এর প্রবেশনারি অফিসারদের চাকরির শুরুতে বেসিক স্যালারি ২৭ হাজার ৬২০ টাকা। এছাড়া DA, CCA, HRD’র মতো সুবিধাও পাবেন PO’ রা।

Comments are closed.