উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধ্বসে মৃত ৮, উদ্ধার ৩৮৪ জনকে

জোশীমঠের সুমনা থেকে ৩৮৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

ফিরে এলো মাস দুয়েক আগের সেই ভয়াবহ স্মৃতি। শুক্রবার রাতে চামোলিতে নিতি উপত্যকার সুমনা এলাকায় হিমবাহে ধ্বস নামল। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজে নেমেছে সেনা।

ঘটনার পর জোশীমঠের সুমনা থেকে ৩৮৪ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ কেন্দ্র সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

আগেই খবর এসেছিল জোশীমঠের কাছে চিন সীমান্তে নিতি উপত্যকায় হিমবাহে ফাটল ধরেছে। মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করে সতর্ক করে দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনকে। সেনাকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

উত্তরাখণ্ডের নিতি উপত্যকায় হিমবাহ ভেঙে পড়ার খবর পেয়ে হেলিকপ্টারে চড়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী তীর্থ সিংহ রাওয়াত। তিনি ট্যুইট করে জানান, নিতি উপত্যকার সুমনায় হিমবাহ ধসের খবর মিলেছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসন ও বর্ডার রোডস অর্গানাইজেশনের থেকে খবরাখবর নিচ্ছি।

এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবনে তুষার ধ্বস নেমেছিল। হড়পা বানে ভেসে যায় ধৌলি গঙ্গা, ঋষিগঙ্গা ও অলোকানন্দা নদী। ঘটনায় কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়। দু’মাসের মধ্যে ফের ভয়ঙ্কর স্মৃতি।

Comments are closed.