রাজ্যের পুরসভাগুলোতে একাধিক পদে নিয়োগ; মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরি! 

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন বছরেই পুরসভাগুলোতে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। মাধ্যমিক পাশ করলেই মিলতে পারে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি। সম্প্রতি তেমনটাই জানা গিয়েছে। 

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে পুরসভাগুলোতে সাব ওভারসিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। মোট ৭৫টি শূন্যপদ রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে। 

জানা গিয়েছে, ওই পদের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০২৩। অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনের সর্বচ্চ বয়সীমা ৪০ বছর। এছাড়াও আবেদন ফি বাবদ ২০০ টাকা করে দিতে হবে চাকরিপ্রার্থীদের। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যাবে ওই পদের জন্য। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানান হয়েছে। 

Comments are closed.