স্টেট ব্যাঙ্কে প্রচুর নিয়োগ? কীভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি 

যাঁরা ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য সু’খবর। বিভিন্ন রাজ্যে স্টেট ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি। আপনি যদি স্নাতক পাশ হন এবং ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই খবর আপনার জন্য। 

স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৪২২টি পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকবরের জন্য রয়েছে ১৭৫ টি করে শূন্যপদ। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর। ৪ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম স্নাতক পাশ  হতে হবে। সাধারণ প্রার্থী, অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের আবেদন বাবদ ৭৫০ টাকা করে দিতে হবে। অনলাইনে এই ফি জমা দিতে হবে। তফসিলি জনজাতি, তফসিলি উপজনজাতির জন্য কোনও আবেদন ফি লাগবে না। অনলাইনে পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। 

স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটা গিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন। 

Comments are closed.