পিএম কেয়ার্স ফান্ডের টাকায় রাজ্যে দুটি নতুন কোভিড হাসপাতাল

পিএম কেয়ার্স ফান্ডের টাকায় মুর্শিদাবাদ এবং কল্যাণীতে দুটি ২৫০ শয্যা বিশিষ্ঠ কোভিড হাসপাতাল তৈরি হতে চলেছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে একথা জানানো হয়। Defence Research And Development Organisation এর তত্বাবধানে হাসপাতাল দুটি তৈরি হবে।

স্বাস্থ্যমন্ত্রক এবং রাজ্য সরকার যৌথভাবে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নির্মাণে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর অফিসে থেকে দাবি করা হয়েছে, করোনার সঙ্গে লড়াইয়ে এই নতুন দুটি হাসপাতাল রাজ্যকে বাড়তি সাহায্য করবে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, দিল্লি, জম্মু এবং শ্রীনগরেও পিএম কেয়ার্স তহবিলের টাকায় কোভিভ হাসপাতাল তৈরি হবে বলে জানা গিয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা চিকিৎসার জন্য মোট ২৩৫টি হাসপাতাল রয়েছে। যার মধ্যে ১৯৪টি সরকারি এবং ৪১টি বেসরকারি হাসপাতাল। ২৩৫টি হাসপাতালে সর্বমোট ২৪,৭৯৬টি বেড রয়েছে।

জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী মুর্শিদাবাদে কোভিড হাসপাতালের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন।

Comments are closed.