স্বাস্থ্য সাথী নিয়ে আরও কড়া রাজ্য; এবার বিশেষ নির্দেশ চিকিৎসকদের জন্য

স্বাস্থ্য সাথী নিয়ে শুরু থেকেই কড়া স্বাস্থ্য দফতর। রাজ্যের সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে উপকৃত হয়, তার জন্য প্রতিনিয়ত স্বাস্থ্য সাথী প্রকল্পের ওপর কড়া নজরদারি রয়েছে নবান্নের। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এবার চিকিৎসকদের জন্য নয়া নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের তরফে নতুন নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, স্বাস্থ্য সাথীর আওতায় রোগী দেখতে হলে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখার জন্যও চিকিৎসকদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম রেজিস্ট্রেসন করতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশের অন্যথা হলে, স্বাস্থ্য সাথী প্রকল্পের তালিকা থেকে নাম বাদ পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের।

একই সঙ্গে রাজ্যের সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজেদের নাম, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত, মেডিক্যাল কাউন্সিলের নম্বর নথিভুক্ত করতে হবে। আগামী ৩০নভেম্বরের মধ্যে চিকিৎসকদের এই কাজ সম্পূর্ণ করতে হবে। না হলে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা। প্রশাসনিক মহল সূত্রে খবর, দেখা যাচ্ছে সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসকারী হাসপাতালে অপারেশনের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা কমাতেই স্বাস্থ্য দফতরের এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

Comments are closed.