ট্র্যাক থেকে লাইন বেরিয়ে গিয়ে বিপত্তি; হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল 

বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেল হাওড়া-মেচেদা লোকাল। ট্র্যাক থেকে লাইন ছিটকে গিয়ে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পায় খড়গপুর শাখার মেচেদা লোকাল। লাইনে ফাটল দেখতে পেয়েই তড়িঘড়ি করে ট্রেনটিকে থামায় চালক। যার ফলে লাইনে চ্যুত হওয়ার বিপদ আটকানো গিয়েছে। যদিও এর জেরে ওই শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলবলে খবর। তবে রেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে। 

জানা গিয়েছে, চেঙ্গাইল স্টেশনের কাছে ডাউন লাইনে কাজ চলছিল। কাজ করার সময় ট্র্যাকের লক খোলা হয়। যেখান থেকেই এই বিপত্তি। সকাল ১০.২০টা নাগাদ ফুলেশ্বর স্টেশনের কাছে দাঁড়িয়ে পরে মেদা লোকাল। যার ফলে ওই লাইনে অনেক ট্রেনই থেমে যায়। এরপর লাইন মেরামতির কাজ মিটলে ১১.৫০ নাগাদ ট্রেনটি মেচেদা স্টেশনের দিকে রওনা দেয়। 

অফিসের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা। যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিষেবা স্বভাবিক রাখতে মিডিল লাইন দিয়ে লোকাল এবং এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে। 

Comments are closed.