ওভারহেডের তার ছেঁড়ায় হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা; চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা 

ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল। আচমকা এই ঘটনায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে নিত্য যাত্রীরা। একাধিক স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তার জোড়ার কাজ শুরু করেছে ইঞ্জিনিয়াররা। 

জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ হাওড়ার টিকিয়া পাড়া রেল কারশেডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যায়। যার জেরেই আপ ও ডাউনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিকেলে অফিস যাত্রীদের বাড়তি ভিড় থাকে। সব মিলিয়ে হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্য যাত্রীরা। 

জানা গিয়েছে, ঘটনাস্থলে গিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দ্রুত তার সারইয়ের কাজ করছে ইঞ্জিনিয়াররা। যত দ্রুত সম্ভব ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে হবে। 

Comments are closed.