ফলাফল ঘোষণা নিয়ে নিজেদের ভুল শুধরে নিয়ে নয়া বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে নিজেদের ভুল শুধরে নিল সংসদ। মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল রোল নম্বর দিয়েই জানা যাবে পরীক্ষার ফল। কিন্তু এই বছর পড়ুয়ারা কোনও রোল নম্বর পায়নি। তাই এর পরেই সমস্যার মধ্যে পড়ে পড়ুয়ারা।

বুধবার বিজ্ঞপ্তিতে সংশোধন করে নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রোল নম্বর নয়, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। মঙ্গলবার এই ভুল বিজ্ঞপ্তি দেওয়া নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দফতর। আগেই জানা গিয়েছিল মার্কশিটের সঙ্গে এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের।

মঙ্গলবার জানা যায় ২২ জুলাই প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যামিক পরীক্ষার ফলাফল। ২৩ জুলাই মার্কশিট হাতে পাবে পড়ুয়ারা। করোনা সংক্রমণের জেরে এবছরের মতো বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা।

সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়, মাধ্যমিক আর একাদশ শ্রেণীর নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এবং www.exametc.com, www.results.siksha, www.westbengal.shiksha ওয়েবসাইটে ফল দেখা যাবে। এছাড়া মোবাইলে WB <রেজিস্টেশন নম্বর> লিখে 54242/ 56263/58888 নম্বরে পাঠিয়ে দিয়েও জানা যাবে ফলাফল।

Comments are closed.