রিয়েলিটি শোয়ে ৫-১০ বছরের শিশুদের ‘অশ্লীল’ নাচ বন্ধ করতে হবে, সমস্ত বেসরকারি চ্যানেলকে নির্দেশ কেন্দ্রের

রিয়েলিটি শোয়ে শিশুদের নাচের অনুষ্ঠান নিয়ে নির্দেশিকা জারি করল দ্বিতীয় মোদী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশের সমস্ত বেসরকারি চ্যানেলকে অ্যাডভাইসারি পাঠিয়ে নির্দেশ দিল, প্রাপ্ত বয়স্ক অভিনেতা-অভিনেত্রীদের নাচ নকল করার সময় শিশুরা তাঁদের অঙ্গভঙ্গি, ডায়লগ এবং নাচের ছন্দও হুবহু নকল করছে। যা শিশুদের বয়সের সঙ্গে মানানসই নয়। তাই সমস্ত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ, ডান্স রিয়েলিটি শোয়ের নামে এমন কিছু সম্প্রচার করা যাবে না, যেখানে কুরুচিপূর্ণ, অশ্লীল, যৌন ইঙ্গিতবহ অঙ্গভঙ্গি করছে ৫ থেকে ১০ বছর বয়সীরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ইদানীং বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে নাচের রিয়েলিটি শো দেখানো হচ্ছে। সেই ডান্স রিয়েলিটি শোয়ে অংশ নিচ্ছে ৫ থেকে ১০ বছর বয়সী ছেলে-মেয়েরা। কখনও বা তার থেকেও কম বয়সী শিশুরা। ডান্স রিয়েলিটি শোয়ে অংশ নেওয়া শিশুরা জনপ্রিয় হিন্দি ছবির গান কিংবা স্থানীয় কোনও গানের তালে তালে নাচছে। প্রাপ্ত বয়স্ক অভিনেতাদের ডান্স স্টেপস হুবহু নকল করে রিয়্যালিটি শোয়ে অনুষ্ঠান করছে শিশুরা। তা অনেক ক্ষেত্রেই অশ্লীল এবং তাদের বয়সের সঙ্গে মাননসই নয়। এমনকী অনেক ক্ষেত্রে শিশুদের পোশাকও তাদের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অবিলম্বে তা বন্ধ করতে হবে। দেখতে অশ্লীল লাগে বা উত্তেজনা সৃষ্টিকারী গান এবং নাচের রিয়েলিটি শোতে শিশুরা অংশ নিতে পারবে না। শিশুদের দিয়ে এই ধরনের অনুষ্ঠান করানো যাবে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নির্দেশিকা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। এভাবে কি নীতি পুলিশিং করে কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র, এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। পাশাপাশি উঠে এসেছে উল্টো মতও। অনেকেই বলছেন, যেভাবে ৫-৭ বা ১০ বছরের বাচ্চারা কিছু না বুঝে এই ধরনের বলিউডি বা চটুল গানের সঙ্গে নাচের অনুষ্ঠানে অংশ নিচ্ছে এবং প্রাপ্তবয়স্কদের মতো শারীরিক অঙ্গভঙ্গি করছে তা আদৌ তাদের মানসিক বিকাশের পক্ষে ইতিবাচক ভূমিকা নিচ্ছে না। ফলে এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

Comments are closed.