মোদী সরকারের বিলগ্নীকরণের সিদ্ধান্ত ‘শিল্প ও জনবিরোধী চক্রান্ত’, গণ আন্দোলনের পথে তৃণমূলের শ্রমিক সংগঠন

দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেটে ৪২ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের উদ্যোগের তীব্র সমালোচনা করে বৃহত্তর গণ আন্দোলণে যাওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল। শুক্রবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জারি করা এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বাজেটে ‘মেক ইন ইন্ডিয়া’র গল্প শুনিয়ে দেশের ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা বিলগ্নীকরণের পথে হাঁটছে দ্বিতীয় মোদী সরকার। আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের অভিযোগ, কেন্দ্রের এই বিলগ্নীকরণের সিদ্ধান্ত ‘শিল্প ও জনবিরোধী চক্রান্ত’।
ভারতীয় রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা স্টিল অথরিটি অব ইন্ডিয়ার মতো ৪২ টি সংস্থা বিলগ্নীকরণের কথা শুক্রবার বাজেটে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদী সরকারের বিলগ্নীকরণ নীতির সমালোচনা করে আইএনটিটিইউসি জানায়, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ করে দায়মুক্ত হতে চাইছে বিজেপি সরকার। প্রথম সারির ৪২ টি সংস্থা বেসরকারিকরণ প্রচুর শ্রমজীবী মানুষের স্বার্থে আঘাত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
শুক্রবার দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেটের একযোগে সমালোচনা করেছিল বাম ও তৃণমূল। এই বাজেটকে কর্পোরেট ও বিদেশি কোম্পানিকে ভোট পরবর্তী ‘পেব্যাক গিফট’ বলে মন্তব্য করে সিপিএম। অন্যদিকে, তৃণমূলের কটাক্ষ, এখনও মানুষকে স্বপ্ন দেখিয়ে চলেছে মোদী সরকার। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, এই বাজেটের লক্ষ্য ‘গাঁও গরিব কিসান’। কিন্তু মোদী সরকারের এই বিলগ্নিকরণে দেশের শ্রমিকদের স্বার্থরক্ষা কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন।
অন্যদিকে,রেল কারখানাকে কর্পোরেট করার প্রতিবাদে শুক্রবারই আসানসোলের চিত্তরঞ্জনের জিএম অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে সেভ সিএলডব্লিউ জয়েন্ট অ্যাকশন কমিটি। ১৩টি শ্রমিক সংগঠনই এদিন যৌথ আন্দোলনে যোগ দেয়। পাশাপাশি, কারখানার কর্মীদের পরিবার, চিত্তরঞ্জনের ব্যবসায়ী, অটো চালক, রিকশ চালক থেকে স্থানীয় বহু মানুষ সমাবেশে যোগ দেন।

Comments are closed.