প্রায় ৭০০ বছর পরে ত্রিবেণী’তে শুরু হচ্ছে ঐতিহাসিক কুম্ভমেলা; আয়োজনে রাজ্য সরকার 

৭০০ বছর। অনেকে বলেন সময়টা আরও পুরোনো। ইতিহাসের পথ ধরে পেছনে হাঁটলে জানা যাবে, ওই সময়ে বর্তমান হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে বসত কুম্ভমেলা। অতীত থেকে ফের একবার সেই কুম্ভমেলাই যেন ফিরে আসতে চলছে। উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১২ থেকে ১৪ তারিখ ত্রিবেণী সঙ্গমে হতে চলেছে কুম্ভমেলা। 

মেলার আয়োজন ঘিরে স্থানীয় প্রশাসনের তুঙ্গে ব্যস্ততা। ত্রিবেণী কুম্ভমেলা পরিচালনা সমতির তরফে জানা গিয়েছে, ১২,১৩ এবং ১৪ ফেব্রুয়ারি ঘাটগুলিতে চলবে স্নান পর্ব। তবে শাহী স্নান হবে ১৩ ফেব্রুয়ারি, মাঘী সংক্রান্তির পুণ্য লগ্নে। ওইদিন সকাল ৯ টার পর প্রথমে মেলায় আগত সন্ন্যাসীরা সঙ্গমে স্নান সারবেন। তারপর উপস্থিত কয়েক হাজার দর্শনার্থী স্নান করবেন। 

ইতিহাস বলছে, কয়েকশো বছর আগে গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে আসার পথে হুগলির এই ত্রিবেণী সঙ্গমে বিশ্রাম নিতেন সাধুসন্তরা। এই স্থানেই তাঁরা কুম্ভমেলায় অংশ নিতেন। কিন্তু মাঝে কেটে গিয়েছে বহু যুগ। ঠিক কবে, কেন এই মেলা বন্ধ হয়ে গেল, বর্তমান সময়ে দাঁড়িয়ে তার উত্তর পাওয়া মুশকিল। তবে গত বছর থেকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে ত্রিবেণী সঙ্গমে ফের কুম্ভমেলার আয়োজন শুরু করেন। এ বছর থেকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে সেই মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে। 

বর্তমানে দেশের চার জায়গায় কুম্ভমেলা হয়। নাসিক, উজ্জয়নি, প্রয়াগরাজ এবং হরিদ্বার। দেশের মধ্যে পঞ্চম স্থান হিসেবে যুক্ত হতে চলেছে হুগলির ত্রিবেণী। 

Comments are closed.