দোলে রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ আবগারি দপ্তরের, ৪ দিনে কত টাকার মদ বিক্রি হল জানেন?  

করোনার সময় থেকে মানুষ গৃহবন্দী। লোকডাউন উঠলেও নতুন বছরে লম্বা ছুটি ছিল গত সপ্তাহের ৩ দিন। আর বহুদিন পর এধরণের লম্বা অবসরে উৎসবের মেতেছেন রাজ্যবাসী। আর এর মধ্যেই আবগারি দপ্তরের একটি পরিসংখ্যানে দেখা গেল, ছুটির দিনগুলিতে রাজ্যে রেকর্ড সংখ্যক মদ বিক্রি হয়েছে। কার্যত অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কদিনের বিক্রির পরিমাণ। পরিসংখ্যান বলছে, ৪ দিনে রাজ্যে মোট ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। 

তবে দোলের দিন অর্থাৎ শুক্রবার দুপুরে মদের দোকান বন্ধ থাকলেও বিকেল থেকে দোকান খোলার পর ৪ দিনের মধ্যে ওই দিন সবথেকে বেশি টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর, শুক্রবার সর্বমোট ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। জানা গিয়েছে, দেশি মদ সবথেকে বেশি বিক্রি হয়েছে। তারপরেই রয়েছে বিদেশি হুইস্কি। সুরাপ্রেমীদের একাংশের দাবি, দোল, হোলি এবং রবিবার মিলিয়ে তিন দিনে বিয়ারও বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক। বিয়ারের বিক্রি এতটাই হয়েছে যে, সপ্তাহের প্রথম দিনে অনেক দোকানেই বিয়ার পাওয়া যাচ্ছে না। 

মাঝে দীর্ঘ লোকডাউনে মদ ব্যবসায় কিছুটা ভাটা দেখা দিলেও লোকডাউন উঠতেই হুহু করে মদ বিক্রি বেড়েছে। যার মধ্যে বর্ষবরণের  রাতেও রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছিল। তবে দোল এবং হোলির বিক্রির পরিসংখ্যান মদ বিক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে। 

Comments are closed.