১৫ জুলাই, বুধবার সকাল ১০ টায় মাধ্যমিকের রেজাল্ট, ১৭ তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৫ জুলাই, বুধবার সকাল ১০ টায় প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। শুক্রবার সম্ভবত বেরোবে উচ্চমাধ্যমিকের ফল। জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমস্ত পড়ুয়াকে এ জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জির মোবাইলে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতির জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সে কথা মনে করিয়ে দিয়ে জানিয়েছেন মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি মেধাতালিকাও প্রকাশিত হবে। তবে পড়ুয়ারা হাতে পাবেন না মার্কশিট। মা-বাবার হাতে তা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এর পাশাপাশি জানিয়েছেন, ১৭ তারিখ, শুক্রবার সম্ভবত উচ্চমাধ্যমিকের ফল বেরোতে চলেছে।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি জানান, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্ত সিআইডির হাতে দেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে। মৃত বিধায়কের গলায় কালশিটে এবং বাঁ হাতে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্র সচিব জানান, এলাকায় প্যারা ব্যাঙ্কিং বা মিনি ব্যাঙ্কিং কার্যকলাপে বিধায়কের কোনও ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এরপরই স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি ফোন করেন মুখ্যমন্ত্রীকে। ফোনেই সরাসরি মুখ্যমন্ত্রী পড়ুয়াদের আগাম অভিনন্দন জানান এবং ঘোষণা করেন, বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ।

Comments are closed.