খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জঙ্গি সংগঠন জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক

২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, জেএমবি-র বিরুদ্ধে নানা বেআইনী কার্যকলাপ, নাশকতা ও যুবকদের সন্ত্রাসবাদী কাজে যুক্ত করানোর অভিযোগ রয়েছে। তাই ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অনুযায়ী জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাদের ধরপাকড় শুরু করেছিল প্রশাসন, এছাড়া ইয়াসিন মালিকের জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ভোটের ফল বেরোনোর পরেই এবার জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ও তার শাখা সংগঠন জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্তানকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত।
২০১৪ সালের ২ রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ এবং ১৯ শে জানুয়ারি ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত এই সংগঠনটির বিভিন্ন নেতাকে কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি সহ ২২ জন প্রাণ হারান। সেখানেও এই জেএমবির নাম জড়ায়। এছাড়া, ওড়িশা, আসাম, বিহার ছাড়িয়ে দক্ষিণ ভারতেও বিস্তার লাভ করছিল জেএমবি।
বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জেএমবি-র কার্যকলাপ চলছিল। জাল টাকা তৈরি ও পাচার, বিভিন্ন নাশকতামূলক কাজের অভিযোগে বারবার এনআইএ-র নজরে এসেছে জেএমবি। জেএমবি-র বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও। লোকসভা ভোটের কিছুদিন আগেও কলকাতা থেকে বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার হয়েছিল। এবার এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিকভাবে জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

Comments are closed.