লকডাউন #3 এর গাইডলাইন প্রকাশ নবান্নের, দেখে নিন কী কী খোলা, কী থাকছে বন্ধ

সোমবার থেকে দেশে চালু হয়েছে তৃতীয় পর্বের লকডাউন। সেদিনই রাতে নতুন দফার লকডাউনের গাইডলাইন জারি করেছে নবান্ন। অন্য দুই পর্বের লকডাউনের সঙ্গে তৃতীয় দফার লকডাউনের পার্থক্য হল, অর্থনীতিকে সচল করতে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশিকায় দেখা যাচ্ছে,

গ্রিন জোনগুলোতে জেলার মধ্যে ৫০% যাত্রী কিংবা অনধিক ২০ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা শুরু করা যাবে। স্ট্যান্ড অ্যালোন শপ বা একক দোকান খোলা যাবে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ পর্যন্ত। হার্ডওয়্যার, লন্ড্রি, মোবাইল রিচার্জ, ইলেকট্রনিক্স, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস, বইয়ের দোকান, স্টেশনারি দোকান, রংয়ের দোকান, ইলেকট্রিকের দোকান, টায়ার, টিউব, ব্যাটারি, মোটর পার্টস, গ্যারাজ, চা, পান, মিষ্টির দোকান খোলা যাবে।

এছাড়া রাজ্যে শিল্পের কাজ শুরু করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। [email protected] এই অ্যাড্রেসে মেল করে শিল্পপতিদের আবেদন করতে হবে। রাজ্য সরকার তা বিবেচনার পর সিদ্ধান্ত জানাবে।

সরকারি গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের নিয়ম কানুন ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক নজরে দেখে নিন, রাজ্যে  কী কী খোলা, কী বন্ধ

Comments are closed.