ফেক নিউজ ছড়ালেই ১৫ বছরের হাজতবাস, যুদ্ধের আবহে নতুন নিয়ম পুতিনের 

সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেন এবং অন্যান্য দেশের নাগরিকদের বেরিয়ে আসতেই এই সিদ্ধান্ত। আর এর মধ্যেই রাশিয়ায় লাগু হল নতুন নিয়ম। যুদ্ধের আবহে ভুয়ো খবর ছড়ালে অভিযুক্তের ১৫ বছরের হাজবাস হতে পারে। পুতিন প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। 

যুদ্ধের বাজারে ভুয়ো খবরের রমরমা রুখতে আগেই রাশিয়ায় ফেসবুককে নিষিদ্ধ করা হয়েছে। এবার আরও কড়া পদক্ষেপ নিল রুশ সরকার। সম্প্রতি ভুয়ো খবর রুখতে একটি বিল পেশ করেছে রাশিয়া সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি সচেতন ভাবে ভুয়ো খবর ছড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। অপরাধের মাত্রা বিচার করে অভিযুক্তকে সাজা শোনানো হবে। মোটা টাকার জরিমানার পাশাপাশি অভিযুক্তের ১৫ বছরের জন্য জেল পর্যন্ত হতে পারে। আর শুক্রবার এই বলে সই করেছেন প্রেসিডেন্ট পুতিন। 

উল্লেখ্য শনিবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১ টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে ৭ ঘন্টার জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনে আটকে থাকা সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত। যদিও ইউক্রেনের অভিযোগ বিরতি ঘোষণার পরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার বিরতি চলাকালীন রুশ হানায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের। 

Comments are closed.