রোগীর অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রয়োজন নেই করোনা পরীক্ষার, কোভিড টেস্ট নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের

করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, যাঁদের উপসর্গ আছে, শুধুমাত্র তাঁরাই করোনা পরীক্ষা করতে পারবেন। উপসর্গহীন রোগীদের হাসপাতালে ভর্তির সময় করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। এমনকি কোনও রোগীর অস্ত্রোপচার করার ক্ষেত্রেও প্রয়োজন নেই করোনা পরীক্ষার বলে জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। শুধুমাত্র যে সব রোগীদের মুখ বা নাকের সঙ্গে সরাসরি যোগ থাকবে চিকিৎসকের। তাঁদের ক্ষেত্রেই করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

যেসব কোভিড রোগীদের কোমর্বিডিটি আছে, তাঁদের ক্ষেত্রে যে রোগ হয়েছে, সেই ওয়ার্ডেই রেখে চিকিৎসা করাতে হবে, খুব বেশি হলে ওই ওয়ার্ডের কাছাকাছি আইসোলেশনে রেখে চিকিৎসা করতে হবে। রোগীর অস্ত্রোপচার করতে গেলেও পিপিই কিট পড়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Comments are closed.