অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯২-৯৬% মানেই সুস্থ, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

কোভিড রোগীদের জন্য ৯২-৯৬% অক্সিজেন স্যাচুরেশন লেভেল যথেষ্ট। এর বেশি হয়ে গেলে অক্সিজেন দেওয়ার দরকার নেই। ধরে নিতে হবে রোগী সুস্থ আছেন। অক্সিজেন স্যাচুরেশন লেভেল নিয়ে এবার হাসপাতালগুলিকে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে প্রতিটি হাসপাতালকে নির্দেশে বলা হয়েছে, অক্সিজেন মজুত ও সরবরাহের দায়িত্ব সুনিশ্চিত করতে হবে। এর দায়িত্বে থাকবেন একজন নার্স। পুরো বিষয়টি দেখা শোনার জন্য একজন সহকারী সুপার থাকবেন।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় হাসপাতালগুলিতে গড়ে তোলা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। উত্তর ২৪ পরগণার অশোকনগর হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। জলপাইগুড়ির ৩ হাসপাতালে গড়ে তোলা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট।

Comments are closed.