নির্ভয়া-কাণ্ডে দুই আসামীর রেহাই-আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বহাল ফাঁসির আদেশ

নির্ভয়া ধর্ষণ ও খুনে দুই দোষীর ফাঁসির নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তাদের রেহাই-আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। এখন একমাত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেই মৃত্যুদণ্ড রদের প্রার্থনা করতে পারে দুই আসামী। নির্ভয়া মামলায় বাকি দুই দোষীর পিটিশন আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। বিনয় শর্মা নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামী শীর্ষ আদালতের কাছে প্রকাশ্য শুনানির আবেদন জানায়। আবেদনে জানানো হয়, তার মৃত্যুদণ্ডের ফলে পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে, পরিবারের কোনও আয় বা সঞ্চয় নেই।
বিনয়ের আইনজীবী এ পি সিংহ জানান, সমস্ত আশা ও বিশ্বাস নিয়ে এবার রাষ্ট্রপতির কাছেই আবেদন করবেন তাঁরা।
কয়েক দিন আগে দিল্লি আদালত নির্ভয়া মামলায় চার আসামীর মৃত্যুদণ্ড শোনানোর পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল দুই দোষী। ২০১২ সালের ডিসেম্বরে প্যারা মেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহকে আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দেয় আদালত।
মামলার বাকি দুই আসামী, রাম সিংহ ২০১৩ সালের মার্চে তিহার জেলের কুঠুরিতে আত্মহত্যা করে। বাকি এক অভিযুক্ত নাবালক হওয়ায় তিন বছর জুভেনাইল কোর্টে থেকে মুক্তি পায়।

বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবে, জানালেন আইনজীবী

Comments are closed.