নিমতায় খুন তৃণমূল নেতা, যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দমদমে তৃণমূল নেতাকে খুনের পোস্টার

রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মঙ্গলবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার নিমতার পাটনা ঠাকুরতলায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে নিহত হন স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। পাড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মল কুণ্ডুর। এরপরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমতায়। বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই দায়ী করে বিজেপি। যদিও বুধবার ঘটনার তদন্তে নেমে পুলিশ যে ২ জনকে আটক করেছে, এঁদের মধ্যে একজন তৃণমূল কর্মী ও অন্যজন স্থানীয় বিজেপি নেতা বলে জানা গিয়েছে। আটক হওয়া বিজেপি নেতা সুমন মণ্ডল ও তৃণমূল নেতা উত্তম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার নিমতা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এর আগে ঘরছাড়াদের ঘরে ফেরাতে এবং পার্টি অফিস পুনরুদ্ধারে নৈহাটি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যাচ্ছেন নিমতায়।
সূত্রের খবর, তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। যেখানে দেখা গিয়েছে, চলন্ত বাইক থেকে দুই যুবক তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি ছোঁড়ে। তবে হেলমেট পরে থাকায় আততায়ীদের চেনা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের বাইকটি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তকারী অফিসারদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা।
অন্যদিকে, বুধবার ভোরে দমদমের ১২ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি নির্মল বালার বাড়ির বাইরে লাল কালিতে লেখা একটি পোস্টার পাওয়া যায়। জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ লেখা ওই পোস্টারে তৃণমূল নেতার নাম করে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। বিজেপিকে ফাঁসাতে তৃণমূলই ওই পোস্টার লিখেছে বলে দাবি গেরুয়া শিবিরের। বারাকপুরের ভাটপাড়া, কাঁকিনাড়া, নৈহাটির পর এবার ভোট পরবর্তী হিংসার আঁচ লাগল দমদমেও।

Comments are closed.