রোজভ্যালি কাণ্ডে এবার অভিনেতা প্রসেনজিতকে তলব করল ইডি, আলোড়ন টলি-পাড়ায়

রোজভ্যালি চিট ফান্ড মামলায় ইডির নজরে এবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৯ শে জুলাই রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।
রোজভ্যালির প্রযোজনায় একাধিক সিনেমায় কাজ করেছেন প্রসেনজিৎ। তাছাড়া রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি লক্ষ্য করে চিট ফান্ড মামলায় বিভিন্ন তথ্য জানতে ইডির এই সমন জারি করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন ছিল কিনা, কেনই বা তিনি রোজভ্যালির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ নিয়ে প্রসেনজিতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর কাছে থেকে টলিউডের একাধিক অভিনেতা আর্থিক সুবিধা নিয়েছে বলে ইডির দাবি। এমনকী বেশ কয়েকজন অভিনেতা রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ করেন বলে জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রেক্ষিতে আগামী ১৯ শে জুলাই দুপুর ১২ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রসেনজিৎকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগেও রোজভ্যালি কাণ্ডে একাধিক অভিনেতা, প্রযোজকের নাম জড়িয়েছে। অন্যদিকে, লোকসভা ভোটের আগে থেকে রাজ্যের চিট ফান্ড মামলায় নতুন করে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুক্রবার সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় শিল্পী শুভাপ্রসন্ন ও প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠকে দীর্ঘ সময় জেরা করে সিবিআই এবং ইডি। সোমবারই রোজভ্যালি চিট ফান্ড মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে প্রায় ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এর মধ্যে সারদা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ১২ ই জুলাই অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব করেছে ইডি। তবে প্রসেনজিতকে ইডির তলবে আলোড়ন পড়েছে টলি পাড়ায়।

Comments are closed.