কথা দিচ্ছি কোনও অভিযোগ থাকবে না, প্রতি বছর নির্দিষ্ট সময়ে TET হবে; ঘোষণা নতুন পর্ষদ সভাপতির 

দায়িত্ব নিয়েই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বড়সড় ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পরিষদের নতুন পর্ষদ সভাপতি। বুধবার সাংবাদিক বৈঠক করে গৌতম পাল বলেন, এবার থেকে প্রতিবছর নিয়ম করে টেট পরীক্ষা হবে। নিয়োগে কোনও রকম অস্বচ্ছতা থাকবে না। 

সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্রে কোনও রকম অনিয়ম চাইছেন না। তাঁর দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। সেই উদ্দেশ্যে পর্ষদ কাজ শুরু করছে বলে তিনি জানান। 

প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে কিছু না বলতে চাইলেও তিনি জানান, কোনও পরীক্ষার্থীর কোনও সংশয় থাকবে না। তেমন পরিস্থিতি হলে তিনি নিজে ব্যবস্থা নেবেন। দরকারে পর্ষদ অভিযোগকারীর সঙ্গে কথা বলবে। 

উল্লেখ্য,নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি গ্রেফতার হয়েছেন। নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরও। এই অভিযোগে মঙ্গলবারই মানিক ভট্টাচার্যকে সভাপতির পদ থেকে অপসারিত করেছে রাজ্য। এবার সেই জায়গায় এলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। 

Comments are closed.