শিয়ালদহ মেট্রো স্টেশনে এবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ২-A ও ২-B প্ল্যাটফর্ম

শিয়ালদহ মেট্রো স্টেশনে ১-A এবং ১-B র পর ২-A এবং ২-B প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। রেলের পক্ষ থেকে তোড়জোড় শুরু করা হয়েছে এই দুটি প্ল্যাটফর্ম খুলে দেওয়ার।

 

শিয়ালদহ মেট্রো স্টেশনের ২ টো সাইড প্ল্যাটফর্ম এবং একটা আইল্যান্ড প্ল্যাটফর্মের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ টো প্ল্যাটফর্ম যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এ বার খুব শীঘ্র বাকি ২ টো প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এখন ইস্ট – ওয়েস্ট মেট্রোতে যাত্রী সংখ্যা রোজ প্রায় ৫০ হাজারের কাছাকাছি। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রোজ প্রায় এই সংখ্যায় যাত্রী যাতায়াত করেন।

 

উল্লেখ্য, ইস্ট-ওয়েস্টের পূর্বমুখী ও পশ্চিমমুখী দুই সুড়ঙ্গের ব্যবহার এখনও হয়নি। বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের ফলে পশ্চিমমুখী সুড়ঙ্গ পুরোপুরি তৈরি করা যায়নি। কিন্তু এক বছর পেরিয়ে গিয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের মাত্র ৫০ শতাংশই এখনও পর্যন্ত ব্যবহার হয়। এবার প্ল্যাটফর্ম ২-A এবং ২-B ও যাত্রীদের ব্যবহারের জন্যে খুলে দেওয়া হবে।

Comments are closed.