মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন, শীতলকুচির নিহতদের পরিবারকে সরকারি চাকরির নিয়োগপত্র

প্রতিশ্রুতি মতন কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। বুধবার শীতলকুচিতে নিহত ৫ পরিবারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কোচবিহার ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে গুলিতে নিহত ৫ টি পরিবারে একজন করে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ফেসবুকে একথা জানিয়েছেন তৃণমূল নেতা পার্থপ্রতীম রায়। বৃহস্পতিবারও ওই পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। নিয়োগ সংক্রান্ত কিছু নথি জমা দেওয়ার আছে।

চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে বাইরে গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ক্ষমতায় ফিরলে দোষীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনার কয়েকদিন পরেই জোড়পাটকিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনন্দ বর্মন সহ জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃতদের পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছিলেন। শীতলকুচি কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি তদন্ত চলছে। এরপর শপথগ্রহণের পরদিনই মমতা ব্যানার্জি জানিয়েছিল, ভোটের সময় শীতলকুচিতে মৃত ৫ পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার ক্ষমতায় এসে ৬ দিনের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা ব্যানার্জি।

Comments are closed.