রাশিয়ার মানুষের মধ্যে দিন দিন বাড়ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয়তা, প্রকাশ সমীক্ষায়

সিংহভাগ রুশ এখনও মনে করেন, সোভিয়েত ইউনিয়ন সাধারণ মানুষের স্বার্থরক্ষা করতে সচেষ্ট ছিল। নিরপেক্ষ সংস্থা লেভাদা সেন্টারের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
সম্প্রতি সোভিয়েত ইউনিয়ন নিয়ে রাশিয়ার অধিবাসীদের মধ্যে ধারণার ব্যাপক বদল লক্ষ্য করা গিয়েছে। গত বছর ডিসেম্বরে লেভাদা সেন্টারের সমীক্ষায় উঠে এসেছিল, গত ১৪ বছরের মধ্যে এখন সাবেক সোভিয়েত ইউনিয়ন সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। স্ট্যালিনের ভূমিকা নিয়েও নতুন করে পর্যালোচনা চলছে রাশিয়ায়। গত বছর বসন্তে করা আরও একটি সমীক্ষায় উঠে এসেছিল, রাশিয়ার ইতিহাসে স্ট্যালিনের ইতিবাচক ভূমিকার সমর্থনও ক্রমেই বাড়ছে।
মে মাসে করা সর্বশেষ সমীক্ষায় অংশ নেওয়া ৫৯ শতাংশ রুশ জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়েছে। সোমবার প্রকাশিত লেভাদা সেন্টারের সমীক্ষা রিপোর্ট বলছে, সেই মানুষদের জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা কেন একথা বলছেন তার সপক্ষে যুক্তি দিতে।
৪৬ শতাংশ মানুষ বলছেন সোভিয়েত ইউনিয়নে জাতি সংঘর্ষ ছিল না। ৪৩ শতাংশ মানুষ মনে করেন, সেই সময় অর্থনৈতিক প্রগতির চূড়ায় পৌঁছেছিল দেশ। তারপরেই রাশিয়ার বাসিন্দারা বেছে নিয়েছেন সেই সময়ের রাশিয়ায় কর্মসংস্থানের ছড়াছড়ির কথা। লেভাদার সমীক্ষা জানাচ্ছে, ৩৯ শতাংশ রুশ মনে করেন, সেই সময় মানুষের বেঁচে থাকা অনেক সহজ হয়েছিল রাষ্ট্রের মনোভাবে। আবার ৩১ শতাংশ রুশ এখনও মনে করেন, বিজ্ঞান ও সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি হয়েছিল সোভিয়েত ইউনিয়নে।
লেভাদা সেন্টার দীর্ঘদিন ধরে সমীক্ষার কাজ করছে। উপরোক্ত ৫ টি কারণকে ভিত্তি হিসেবে ধরে এর আগে ২০০০ এবং ২০০৮ সালেও একই সমীক্ষা চালিয়েছিল লেভাদা। তাতে দেখা যাচ্ছে, যত সময় এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে সোভিয়েত ইউনিয়নের। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই সমীক্ষায় অংশ নেওয়া রাশিয়ার বাসিন্দাদের সিংহভাগেরই সোভিয়েত পতনের পর জন্ম হয়েছে। আর এবারের সমীক্ষায় দেখা যাচ্ছে, অন্তত ৩০ শতাংশ বেড়েছে সমর্থনের বহর। সোভিয়েত ইউনিয়নের সময় তাঁরা বর্হিবিশ্বের তুলনায় পিছিয়ে পড়েছিলেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব কমেছিল বলে সমীক্ষায় খুব কম মানুষ জানিয়েছেন। লেভাদা জানাচ্ছে, এই সংখ্যা ক্রমেই কমছে।
কিন্তু রাশিয়ানদের মানসিকতায় এই পরিবর্তনের কারণ কী? তারও তত্ত্ব তালাশ করেছে লেভাদা সেন্টার। তাদের সমাজতাত্ত্বিক কারিনা পিপিয়ার মত, এই সমীক্ষার ফল দেখে এটা মনে করলে ভুল হবে যে রাশিয়ানরা সোভিয়েত ইউনিয়নে থাকতেই বেশি পছন্দ করবেন। আসলে বর্তমানে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাকলিকের ভালো দিকগুলো নিয়ে ইদানীং দেশে চর্চার একটি প্রবণতা তৈরি হয়েছে। আর এই প্রবণতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের তরুণ সম্প্রদায়। তাঁরা নতুন আলোয় সোভিয়েত ইউনিয়নকে ব্যাখ্যা করতে উদ্যোগী হয়েছেন। তারই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সমীক্ষায়, বলছেন কারিনা পিপিয়া।
২৪ থেকে ২৯ শে মে রাশিয়ার ৫০ টি এলাকায় ১৬১৬ জনের কথা বলে সমীক্ষা রিপোর্টটি তৈরি করেছে লেভাদা সেন্টার।

Comments are closed.