জেএনইউ পড়ুয়া উমর খালিদকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা

সোমবার দিল্লিতে প্রকাশ্য রাস্তায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উমর খালিদকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন উমর খালিদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন উমর। অনুষ্ঠানের ফাঁকে যখন রাস্তার ধারে একটি চায়ের দোকানে তিনি দাঁড়িয়েছিলেন তখন সাদা জামা পরা এক ব্যক্তি সেখানে এসে উমরকে ধাক্কা দিয়ে তাঁকে লক্ষ করে গুলি চালায়। টাল সামলাতে না পেরে পড়ে যান উমর। ফলে গুলি তাঁর গায়ে লাগেনি। এরপর উপস্থিত লোকজন সেই দুষ্কৃতীকে ধরতে গেলে সে আকাশের দিকে গুলি ছুড়তে থাকে বলে জানা গেছে। পরে সে রাস্তায় বন্দুকটি ফেলে রেখে পালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দিল্লির জেএনইউ ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রকাশ্যে দেশ বিরোধী স্লোগান দিয়েছেন বলে কয়েক বছর আগে অভিযোগ উঠেছিল এই পড়ুয়ার বিরুদ্ধে। পরে যার সুনির্দিষ্ট কোনও প্রমাণ মেলেনি।

Comments are closed.