বিশ্বভারতী বন্ধ করার হুমকি দিয়ে ফের বিতর্কে ভিসি বিদ্যুৎ চক্রবর্তী

বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ফের বিতর্কের মুখে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযোগ, তিনি অধ্যাপকদের কটূক্তিও করেছেন। সদ্য প্রকাশ পেয়েছে একটি অডিও ক্লিপিংস। সেখানে শোনা যাচ্ছে, বিশ্বভারতীর উপাচার্য বলছেন, ‘বিশ্বভারতী বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে যাব’। ইতিমধ্যেই এই অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে অনলাইন বৈঠক করেন ভিসি। সেখানে তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে সুর চড়ান। বলেন, ‘বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যাব’।

[আরও পড়ুন- টুম্পা, লাল ফেরাও’ এর পর এবার পোস্ট কার্ড! বাম-প্রচারে অভিনবত্বের ছড়াছড়ি]

বিদ্যুৎ দাবি করেন, অনুব্রত মণ্ডল বলছেন উপাচার্য পাগল। বিশ্বভারতী চোর ডাকাতের আড্ডা হয়েছে। তিনি অধ্যাপকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এসব মেনে নিচ্ছেন। তিনি উপাচার্য হওয়ার পরেই সব চোর ডাকাতরা পাকড়াও হয়েছে, এতে অসুবিধা হয়েছে অনেকের বলে দাবি করেন উপাচার্য।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোবেলজয়ী অর্মত্য সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুমকি।

Comments are closed.