চালক ছাড়াই চলবে ট্রেন, উদ্যোগ ভারতীয় রেলের

এবার চালকহীন ট্রেন চালাতে উদ্যোগী হল ভারতীয় রেল। ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেই এই ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (আই-সিবিটিসি) তৈরি করা হবে। এর জন্য ভারত ইলেকট্রনিকস লিমিটেড (বিইএল)-এর সঙ্গে চুক্তি করেছে দিল্লি মেট্রো (ডিএমআরসি)। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক। এই পদ্ধতিতে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ট্রেন চলাচল করা হবে। ইতিমধ্যেই মেট্রো রেলে এই ব্যবস্থা চালু হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য ৬৮ হাজার ১০৩ কিলোমিটার। এই দৈর্ঘ্য এশিয়ার সবথেকে বেশি আর বিশ্বে দ্বিতীয়তম। যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছে রেলের পরিষেবা। ইতিমধ্যেই দেশের ৮৫ শতাংশ রেলপথ বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো যে ট্রেনগুলি চালায়, তা চালকহীন ভাবেও চালানো যায়। এবার আই-সিবিটিসি ব্যবস্থা চালু হতে চলেছে। যেখানে চালক ছাড়া ট্রেন চালানো যাবে। ভারতে এর আগে কোথাও আই-সিবিটিসি চালু হয়নি।

Comments are closed.