চারটি রুটে ট্রাম চলবে, হাইকোর্টে শুনানির মধ্যেই জানাল পরিবহন দফতর 

কলকাতার ঐতিহ্য ট্রাম যাতে চালু থাকে, তার জন্য রাজ্যকে বিশেষভাবে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি চলাকালীনই পরিবহন দফতর সূত্রে জানা গেল, কলকাতার চারটি রুটে চলবে ট্রাম। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার সবসময় ট্রাম চালাতে আগ্রহী। বর্তমানে কোন কোন রুটে ট্রাম চলছে, কোন রুটে ট্রাম চালানো যায় তা নিয়ে দেখা হচ্ছে। 

পরিবহন দফতর জানাচ্ছে, বর্তমানে  টালিগঞ্জ থেকে বালিগঞ্জ, গড়িয়াহাট থেকে ধর্মতলা ও শ্যামবাজার থেকে ধর্মতলার মধ্যে ট্রাম চলছে। কলকাতার আরও একটি ঐতিহ্যবাহী রুট ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্তও ট্রাম চালানো হবে বলে জানানো হয়েছে। যদিও বর্তমানে জোকা-বিবাদী বাগ রুটে মেট্রোর কাজ চলার কারণে ওই রুটে ট্রাম পরিষেবা বন্ধ রয়েছে। তবে পরিবহন দফতরের তরফে জানানো হচ্ছে, ওই রুটে বর্তমানে মেট্রোর তরফে সমীক্ষার কাজ চালানো হচ্ছে। তাই ট্রাম চলাচল বন্ধ রয়েছে। যদি মেট্রোর নির্মাণকাজ শুরু হয়, তাহলে ওই রুটে ট্রাম চলাচল স্থগিত রাখা হবে। যদিও মেট্রোর কাজ না হলে ওই রুটে ফের ট্রাম চালানোর পরিকল্পনা রয়েছে বলে রাজ্যের পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। 

Comments are closed.