সড়ক নয়, রাজধানীতে এবার সুড়ঙ্গ পথে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী মোদী 

দিল্লির রাস্তায় আর প্রধানমন্ত্রীর কনভয় দেখা যাবে না। বাসভবন থেকে সংসদ ভবন হোক কিংবা নিজের সচিবালয় বা বিমানবন্দরে, যে কোনও জায়গায় যাতায়াতের ক্ষেত্রেই সুড়ঙ্গ পথ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর থেকেই এই ব্যবস্থা শুরু হবে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। 

জানা গিয়েছে, মূলত দুটি কারণে প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রথমত সুড়ঙ্গপথে যাতায়াত করলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা যাবে। দ্বিতীয় কারণটি হল যানজট কমবে। প্রধানমন্ত্রীর কনভয় যে রুট দিয়ে যায়, সেখানের সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গ পথে যাতায়াত করলে সেই যানজট অনেকটাই কমবে। 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় এই পুরো কাজটি সম্পূর্ণ হবে। ইতি মধ্যেই এ সংক্রান্ত সমস্ত অনুমোদন মিলেছে বলে খবর। জানা গিয়েছে, এ জন্য ৫০০ কোটি ব্যয়ে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মিত হচ্ছে। বাসভবন থেকে পার্লামেন্ট, ক্যাবিনেট সচিবালয়, বিভিন্ন কনফারেন্স হল অথবা অডিটোরিয়াম এমনকী সফদরজং এয়ারফোর্স রানওয়ে পর্যন্তও। এই পুরো রাস্তাটাই প্রধানমন্ত্রী সুড়ঙ্গ পথেই যাতায়াত করতে পারবেন। 

Comments are closed.