এবার থেকে ট্যুইট করতে টাকা লাগবে! ট্যুইট করেই জানালেন খোদ ইলন মাস্ক 

ইলন মাস্ক ট্যুইটার কেনার পর থেকে অনেকে মনে করছিলেন মাইক্রো ব্লগিং সাইটিতে একাধিক বদল আসতে চলছে। ট্যুইটার ব্যবহার করতে হলে টাকা দিতে হবে এমনও একটি জল্পনা ছড়িয়েছিল। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন মার্কিন ধনকুবের। একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, এবার থেকে ট্যুইটার ব্যবহার করতে গেলেও টাকা লাগবে। যদিও সবাইকে টাকা দিতে হবে না। শুধুমাত্র সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ট্যুইটার হ্যান্ডেল থেকে টাকা নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মাস্ক। 

সোমবার একটি ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই বিনামূল্যে ট্যুইটার ব্যবহার করতে পারবেন। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থাগুলিকে এবার থেকে ট্যুইটার ব্যবহারের জন্য চার্জ দিতে হবে। যদিও খুব অল্প টাকাই খরচ হবে বলে আশ্বাস দিয়েছেন ইলন। 

উল্লেখ্য গত ২৫ মার্চ এই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেন টেসলা কর্তা। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকার বিনিময়ে ট্যুইটারের মালিকানা নেন ইলন। মালিকানা হস্তান্তরের পরে ইলন নিজেই জানিয়েছেন, ট্যুইটারে একাধিক বদল আনা হবে। এখন দেখার, ট্যুইটার নিয়ে ভবিষৎ-এ নতুন কী ঘোষণা করেন ইলন।       

 

Comments are closed.