সিকিমে ভয়াবহ ধস, ঘুমন্ত অবস্থায় মৃত্যু মা সহ দুই শিশুর

টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধস নেমেছে গ্যাংটকে। একটি বাড়ি ধসে পড়ে। মৃত্যু হয় মা সহ দুই শিশুর। সোমবার মধ্যরাতে গ্যাংটকের রঙ্গে দোকান দারা দেচিলিঙে ধস নামে।

জানা গিয়েছে, ওই বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন ডোমা শেরপা ও তাঁর ৮ এবং ৭ মাসের দুই শিশু। সেইসময় একটি বিশালাকার চাঙর ভেঙে পড়ে ওই বাড়ির ওপর। মৃত্যু হয় বাড়ির গৃহকত্রী ও দুই ছেলের। ঘটনার পর নিখোঁজ বিমল মঙ্গার নামে বাড়ির মালিক। উদ্ধারকাজে নামে এস ডি আর এফ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সিকিম জুড়ে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এর আগেও সিকিমে ধস নামে। মৃত্যু হয় ৭ জনের।

কয়েকদিন আগেই রংপো বিশ মাইল এলাকায় বড়সড় ধস নামে। উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পর্যটকরা আটকে পড়েছিলেন। কেবলমাত্র সিকিমই নয়, টানা বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙেও ধস নেমেছে। ইতিমধ্যেই পাহাড় জুড়ে জারি হয়েছে সকর্কতা। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পায়। দার্জিলিঙের অন্ধেরি ঝোরা এলাকায় প্রবল ধস নেমে বিপর্যস্ত হয় গোটা এলাকায়। আটকে পড়েন বহু পর্যটক।

Comments are closed.