উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আসছে দুটি নতুন বিষয়; বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ 

এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে দুটি নতুন বিষয় যুক্ত হতে চলেছে। উচ্চমাধ্যমিক স্কুলগুলি ছাত্রছাত্রীদের নতুন দুটি বিষয় পড়াতে পারবে। সম্প্রতি পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি বিষয়ে পড়ুয়ারা পড়তে পারবে। সেই সঙ্গে জানানো হয়েছে, যে সব স্কুল বিষয় দুটি পড়াতে চায় তাদের ২ মে থেকে ৩০ জুনের মধ্যে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

তবে পর্ষদের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আবেদন করলেই যে স্কুলগুলো বিষয় দুটি পড়াতে পারবে এমনটা নয়। তার জন্য স্কুলগুলো বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব স্কুলে কম্পিউটার সায়েন্স পোড়ানোর ব্যবস্থা রয়েছে, ওই বিষয় পোড়ানোর জন্য উপযুক্ত লাইব্রেরি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সায়েন্স, বিএসসি, বিটেক নয়তো স্নাতকোত্তর পাশ করেছে এমন স্থায়ী শিক্ষক থাকতে হবে। এছাড়াও ফিজিক্স, কেমেস্ট্রি বা অঙ্কে স্নাতক পাশ করে ডেটা সায়েন্স বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সি বিশেষ কোর্স করেছেন এমন শিক্ষক থাকতে হবে। এবং সেই শিক্ষককে অবশ্যই পাইথন প্রোগ্রামিং বিষয়ে জানতে হবে। উল্লেখিত শর্তগুলো পূরণ করলে তবেই কোনও স্কুল পর্ষদের কাছে বিষয় দুটি পড়ানোর জন্য আবেদন করতে পারবে। 

 

Comments are closed.