শিয়ালদহে দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা, আপ-ডাউন দুদিকেই ট্রেন চলাচল বন্ধ

বড়সড় দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে। দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু না হলেও অসুবিধার শিকার হন বহু যাত্রী। বুধবার সকালে শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। অন্যদিকে ৮ নম্বর স্টেশন থেকে একটি লোকাল ট্রেন যাচ্ছিল রাণাঘাটের দিকে।

ট্রেন দুটি কারশেডের কাছে পাশাপাশি চলে আসে। এরফলে ধাক্কা লাগে দুটি ট্রেনের। রাণাঘাটের দিকে যে ট্রেনটি যাচ্ছিল, সেটির থেকে সব যাত্রীরা নেমে পড়ে।  এই ঘটনার পর শিয়ালদহ থেকে আপ ও ডাউন দু দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে রয়েছেন যাত্রীরা। ঘটনায় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিগন্যাল ব্রেক করেছে কোনও একটি ট্রেন। এরফলে দুর্ঘটনা হয়। ঘটনায় একটি তদন্ত কমিটি গড়ে  তোলা হয়েছে।

Comments are closed.