স্ত্রী প্রথমে মানতে পারেননি যুদ্ধে নামার কথা, সন্তানরা জানেই না বাবা কোথায়, দেশের হয়ে যুদ্ধে নামলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড়

যুদ্ধে অংশ নিলেন ইউক্রেনের টেনিস খেলোয়াড় স্তারকোভস্কি। ইউক্রনের রাজধানী কিভ রক্ষা করার দায়িত্ব স্তারকোভস্কির ওপর। সংবাদমাধ্যমের কাছে স্তারকোভস্কি জানিয়েছেন, ইউক্রেনের নাগরিক এবং শিশুদের বাঁচানোর জন্য সবরকমের চেষ্টা করবেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, দেশে ফিরেই বন্দুক চালানো শিখতে হয় তাঁকে। কিন্তু কারও প্রাণ নিতে আগ্রহী নন তিনি। কিন্তু তাঁর সামনে যদি কোনও মানুষের প্রাণ কেড়ে নিতে দেখেন তিনি তবে তিনিও বাধ্য হবেন গুলি চালাতে। কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়ার আগে শেষবারের জন্য নিজের স্ত্রী ও সন্তানদের দেখার ইচ্ছা রয়েছে স্তারকোভস্কির।

দুবাইতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ইউক্রেনের এই টেনিস খেলোয়াড় সার্জি স্তারকোভস্কি। সেইসময় তাঁর দেশে আক্রমণ শুরু করে রাশিয়া। সঙ্গে সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্তারকোভস্কি। দেশের হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। স্ত্রী এবং তিন সন্তানকে হাঙ্গেরিতে রেখে ইউক্রেনে ফিরে আসেন তিনি। তবে স্ত্রী এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি। সন্তানরা জানেই না তিনি যুদ্ধে নেমেছেন। কিন্তু পরবর্তী সময়ে তারা বাবার জন্য গর্ব বোধ করবে বলে জানিয়েছেন এই টেনিস খেলোয়াড়।

তাঁর কথায় এই দেশে আমার জন্ম। আমি চাই দেশের জন্য এমন কিছু করতে যা আমার সন্তানরা সারা জীবন মনে রাখবে। রাশিয়ার দেওয়া স্বাধীনতা আমি চাই না। রাশিয়া এই দেশকে গরিব করে দিতে চায়। উল্লেখ্য, ১৮ বছর টেনিস খেলার পর অবসর নিয়েছেন স্তারকোভস্কি। অস্ট্রেলিয়ান ওপেনের এক সপ্তাহ আগেই অবসর নেন তিনি।

Comments are closed.