ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাচ্ছে শান্তিনিকেতন, শীঘ্রই ঘোষণা করবে UNESCO; ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রীর 

বিশ্বভারতীর মুকুটে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাচ্ছে কবিগুরুর শান্তিনিকেতন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি ট্যুইট এ খবর দেন। তিনি লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে সারা দেশের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেতে চলেছে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইটে আরও দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ঐতিহ্যকে যে বিশ্বের দরবারে তুলে ধরতে কী ভূমিকা নিচ্ছেন এটি তারাই একটি নিদর্শন। কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির একটি সম্মেলন হবে, সেখানেই শান্তিনিকতনকে আনুষ্ঠানিকভাবে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হবে।

কবিগুরুর হাতে তৈরি বিশ্বভারতী প্রতিষ্ঠার দিন থেকেই বিশ্বের দরবারে পরিচিত একটি নাম। অনেকেই বলছেন, বিশ্বের প্রথম কোনও চালু বিশ্ববিদ্যালয় এই তকমা পেতে চলেছে। বিশ্বভারতীর এই তকমা শান্তিনিকতনকে বিশ্ববাসীর কাছে আরও পরিচিত করে তুলবে বলেও অনেকে আশা করেছে। সেই সঙ্গে হেরিটেজ সাইটের তকমা পেলে বাড়তি কিছু সুযোগ সুবিধাও মিলবে। সব মিলিয়ে এই খবরের জেরে এখন খুশির হাওয়া শান্তিনিকতন জুড়ে।

Comments are closed.