প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনে অসহায় মেয়ের ছবি তুলে ‘ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলার ছেলে সুপ্রতিম ভট্টাচার্য

ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করলেন দুই ভারতীয় ফটোগ্রাফার। আর এই দুইজনেই বাংলার বাসিন্দা। প্রথম স্থানে রয়েছেন বাংলার ছেলে সুপ্রতিম ভট্টাচার্য আর দ্বিতীয় স্থানে আছেন সৌরভ দাস।

সারা বিশ্বের শিশুদের জীবনকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলা হয় যেসব ছবির মাধ্যমে, সেইসব ছবি তোলার জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় ফটোগ্রাফারদের। সুন্দরবনের একটি মেয়ের ছবি তুলে প্রথম হয়েছেন সুপ্রতীম। সুপ্রতিম জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের পর একটি মেয়ে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর বাড়ি এবং চায়ের দোকান ধ্বংস হয়ে গিয়েছিল।

বারুইপুরের বাসিন্দা সুপ্রতীম ভট্টাচার্য। ঘূর্ণিঝড়ের পর সুপ্রতীম ছবি তোলার জন্য এদিক থেকে ওদিক ঘুড়ে বেরানোর সময় ওই মেয়েটির ছবি তোলে সে।

অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী সৌরভ দাস কোভিডকালে তাঁর নিজের গ্রামের ছবি তুলেছিলেন। যেখানে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ির বাইরে দেওয়ালে ছবি এঁকে শিশুদের শিক্ষাদান করছেন শিক্ষক দীপ নারায়ণ নায়ক। ছবির মাধ্যমে তিনি কোভিড সতর্কতাকে তুলে ধরেছেন। প্রতিটি শিশু মুখে মাস্ক পড়ে আছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস চালিয়ে যাচ্ছে।

 

মূলত কোভিডের ফলে সারা বিশ্বে শিশুদের শিক্ষাদানে ক্ষতির চিত্রটাই ফুটিয়ে তুলেছেন তিনি। শহরে ভার্চুয়ালি ক্লাস হলেও প্রত্যন্ত গ্রামে শিশুরা শিক্ষাদানে বঞ্চিত হয়েছে। এই ছবির মাধ্যমে তা স্পষ্ট।
তৃতীয় স্থানে রয়েছেন ইরাকের ইউনিস মহম্মদ। ⁣

Comments are closed.