রাজ্য কমিটি থেকে বাদ পড়তেই সায়ন্তনের ‘দুয়ারে’ তৃণমূল নেতা, বিজেপি নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা 

বিজেপির রাজ্য কমিটির রদবদলে বাদ পড়েছে দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নাম। যা নিয়ে রাজ্য বিজেপির অন্তরেই জোর চর্চা শুরু হয়েছে। তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরেই বুধবার সন্ধ্যেবেলা সায়ন্তন বসুর বাড়িতে যান তৃণমূল নেতা। যার জেরে বিজেপি নেতার পরবর্তী গন্তব্য নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। 

পুরভোট মিটতেই বিজেপির রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল করা হয়। নতুন তালিকায় দেখা যায় সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে সায়ন্তন বসুকে। জয় প্রকাশ মজুমদারকেও এই পদ থেকে সরানো হয়। জয় প্রকাশ মজুমদারকে নতুন দায়িত্ব দেওয়া হলেও সায়ন্তনকে কোনও নতুন দায়িত্ব দেওয়া  হয়নি। জল্পনা বাড়িয়ে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর রাজ্য বিজেপির মিডিয়া সেলের হোয়াটস্যাপ গ্রুপ ছেড়েছেন সায়ন্তন। আর সন্ধ্যে বেলায় তাঁর বাড়িতে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। যার জেরে বিজেপি নেতাকে নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। 

যদিও জল্পনা উড়িয়ে সায়ন্তন বলেন,তৃণমূল নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত পর্যায়ে দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও মাঝে মধ্যেই সমীর চক্রবর্তীর বাড়ি যান। বুধবারের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন দুই রাজনীতিক। যদিও রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঘটনাক্রমে এই ধরনের সাক্ষাৎ’কে নিছক সৌজন্য মানতে নারাজ রাজনৈতিক পর্যবক্ষেকদের একাংশ। 

Comments are closed.