বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য পশ্চিমবঙ্গ; বিশ্বমঞ্চে সেরার সম্মান পেল বাংলা

বিশ্বের শ্ৰেষ্ঠ সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য হিসেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুরস্কৃত হয়েছে। বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি বার্লিনের মঞ্চ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গকে পুরস্কৃত করা হল। মোট ১৮০ টি দেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দেন জামাইকার পর্যটনমন্ত্রী অ্যাল্যান এসটি এনজে। 

রাষ্ট্রসংঘের বিশ্ব ট্যুরিজম বিভাগ অনুমোদিত প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গকে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্য হিসাবে পুরস্কৃত করেছে। জানা গিয়েছে, দীর্ঘ ১৮ বছর ধরে রাষ্ট্রসংঘের এই সংস্থা বিশ্বের সেরা পর্যটনস্থলগুলোকে পুরস্কৃত করে আসছে। পুরস্কার গ্রহণের পর পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী জানান, ভারতের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই রাষ্ট্রসংঘের থেকে এই পুরস্কার পেয়েছে। এর আগে কোনও রাজ্য পর্যটনে এই পুরস্কার পায়নি।  তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানে মোট ৬টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ হাজার সাংবাদিক উপস্থিত ছিলেন। যাঁরা শুধুমাত্র ট্রাভেলের ওপরেই সাংবাদিকতা করেন। এরকম একটি মঞ্চে বাংলার পুরস্কার, রাজ্যের পর্যটন শিল্পকেও ব্যাপক প্রচার পেতে সাহায্য করবে। যা রাজ্যের পর্যটন শিল্পের জন্য নতুন পথ খুলে দেবে। 

Comments are closed.