বিশ্বের সুখী দেশের তালিকায় একদম শেষের দিকে ভারত, শীর্ষে কে? যা জানাল রাষ্ট্রপুঞ্জ 

সুখের উৎস কী? একটা অংশের মানুষের কাছে সুখ মানেই অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান। কারোর কারোর কাছে আবার প্রভূত অর্থ রোজগার। আবার সব পেয়েও অনেকেই সুখী নয়। মোট কথা সুখ বিষয়টিই বড্ড গোলমেলে। কার যে কীসে সুখ, তার উত্তর মেলাও ভারী মুশকিল। তবে গত কয়েক বছর ধরে রীতিমতো সার্ভে করে সুখী দেশের তালিকা তৈরি করছে রাষ্ট্রপুঞ্জ। আর তাতেই গত বারের থেকে কিছুটা উন্নতি করলেও সুখী দেশগুলোর মধ্যে ভারতবর্ষ সেই শেষের দিকেই। যদিও গত কয়েকবারের মতো এবারেও সুখী দেশের তালিকাতে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। 

২০ মার্চ বিশ্ব সুখ দিবস। তার আগে বিশ্বের সুখী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের হয়ে কাজ করা সংস্থা ‘সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ সম্প্রতি ১৫০ টি দেশের নামের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে সুখী দেশের তালিকায় এ’বছর ভারতের স্থান ১২৫ নম্বরে। যদিও গত বছর ১৩৩ নম্বরে এবং তার আগে ১৪০ নম্বরে ছিল ভারত। সেদিক থেকে বিচার করলে কিছুটা উন্নতির পথে রয়েছে ভারত। এদিকে বিশ্বের সব থেকে সুখী দেশের তালিকায় প্রথমে নাম রয়েছে ফিনল্যান্ডের। এরপরে রয়েছে ডেনমার্ক এবং আইসল্যান্ড। এদিকে এই নিয়ে পরপর ৬ বার সুখী দেশের তালিকায় শীর্ষে স্থান ধরে রাখল ফিনল্যান্ড। 

Comments are closed.