মুখের কথায় ভরসা নেই! যতক্ষণ না সংসদে ৩ কৃষি আইন প্রত্যাহার হচ্ছে, আন্দোলন চলবে, ঘোষণা টিকায়েতের 

শুধু ঘোষণা নয়, যতদিন না কেন্দ্র সংসদে বিল এনে খাতায় কলমে আইন বাতিল করছে, ততদিন আন্দোলন জারি থাকবে। জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। অর্থাৎ প্রধানমন্ত্রীর মৌখিক ঘোষণাতেও ভরসা রাখতে পারছে না আন্দোলনরত কৃষকরা। 

ভারতীয় কৃষাণ ইউনিয়ানের নেতা রাকেশ টিকায়েত সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, কে বলেছে আমরা আন্দোলন প্রত্যাহার করছি? সবে তো শুরু।  যতদিন পর্যন্ত সংসদে বিল এনে পাকাপাকিভাবে তিনটে আইন প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আমাদের অবস্থান চলবে। 

শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ অনুষ্ঠানে সরকার তিনটে কৃষি আইন প্রত্যাহার করছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আন্দোলরত কৃষকদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি। তবে এখনই যে কৃষকরা আন্দোলন তুলে নিচ্ছেন না, তা এদিন কৃষক নেতার বক্তব্যে পরিষ্কার। 

টিকায়েত এদিন আরও বলেন, আমাদের আন্দোলনকে শক্তিশালী করতে অনেক কৃষক তাঁদের জীবন দিয়েছেন। ৬০০ কৃষকের আত্মবিলদান বিফলে যাবে না। কৃষকদেরও আরও কিছু দাবিদাওয়া রয়েছে। কৃষকদের আত্মবলিদানকে সন্মান জানিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।  

উল্লেখ ২০২০ সেপ্টম্বর মাসে সংসদে বিতর্কিত তিন কৃষি আইন পাশ হয়। আইনের তীব্র বিরোধিতা করে রাস্তায় নামেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশের কৃষকরা। গত বছর নভেম্বরে দিল্লিতে গিয়ে ধরনায় বসেন বিক্ষোভকারী কৃষকরা। কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আর অবশেষে ১ বছর পর পিছু হঠল কেন্দ্র।  

Comments are closed.