USAID এর সঙ্গে গাঁটছড়া রিলায়েন্স ফাউন্ডেশনের, লক্ষ্য বিশ্বব্যাপী নারী ক্ষমতায়ণ

ডিজিটাল জগতে লিঙ্গ বৈষম্য দূর করতে Global Development and Prosperity (W-GDP) উদ্যোগে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID)-এর সঙ্গে গাঁটছড়া রিলায়েন্স ফাউন্ডেশনের৷

মঙ্গলবার (W-GDP) এর অনুষ্ঠানে নতুন চুক্তির কথা প্রকাশ্যে আসে। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন বিয়েগান এবং মার্কিন প্রেসিডেন্টের মেয়ে তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কা ট্রাম্প বলেন, মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ণের জন্য বিভিন্ন উদ্ভাবনী মাধ্যম তৈরি করা এবং সেখানে বিনিয়োগের জন্য W-GDP-র তহবিল গঠন করা হয়েছে৷ তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সম্পদ এবং সাহায্য আমরা নিচ্ছি৷ পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেরও সাহায্য নেওয়া হচ্ছে৷ এর লক্ষ্য যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তার দীর্ঘস্থায়ী এবং গভীর প্রভাব মানুষের জীবনে যেন পড়ে৷

মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ণের লক্ষ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে W-GDP-র উদ্যোগ গ্রহণ করে হোয়াইট হাউস।

মঙ্গলবারের অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানী বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রিলায়েন্স ফাউন্ডেশন USAID-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে W-GDP-এর সঙ্গে যুক্ত হতে চলেছে৷ এ বছরই সারা ভারতে আমরা Women-Connect Challenge লঞ্চ করব৷ এই কর্মসূচিতে আমাদের মূল উদ্দেশ্য ভারতে লিঙ্গ বৈষম্য এবং ডিজিটাল বৈষম্য দূর করা৷’ USAID এর অ্যাক্টিং অ্যাম্বাসাডর জন বার্সার কথায়, ‘পৃথিবীর অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে কখনও সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়৷ USAID বিশ্বাস করে মহিলাদের উন্নতিতে বিনিয়োগ করলেই সমগ্র মানব জাতির মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা বের করা আনা সম্ভব৷’

২০২০ সালে রিলায়েন্স ফাউন্ডেশন তাদের দশম বর্ষপূর্তি উদযাপন করছে৷ নীতা আম্বানীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া ইত্যাদি জনহিতকর কাজে এক দশক ধরে কাজ করে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন।

Comments are closed.