ট্যুইটারের ব্লু টিক কেনা যাচ্ছে না! চালু হয়েও বন্ধ নতুন-নিয়ম! 

ফের ট্যুইটার নিয়ে সরগরম নেট পাড়া। ট্যুইটারের ব্লু টিক কেনার জন্য পরিষেবা চালু হয়েছিল তা নাকি বন্ধ হয়ে গিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, ট্যুইটারের ব্লু সাইন আপের যে অপশনটি ক’দিন আগে দেখা যাচ্ছিল তা আর এখন দেখা যাচ্ছে না। যা নিয়ে ফের একবার মাইক্রো ব্লগিং সাইটটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। 

ট্যুইটার কেনার পর একগুচ্ছ নতুন নিয়ম এনেছিলেন এলন মাস্ক। যা নিয়ে তুমুল চর্চাও হয়েছিল। তবে সব থেকে বেশি হৈচৈ হয়েছিল ব্লু টিক অপশন নিয়ে। এলন মাস্ক জানিয়ে ছিলেন, টাকার বিনিময়ে ব্লু টিক ব্যবহার করতে হবে গ্রাহকদের। এমন কী নতুন ব্যবহারকারীরাও টাকার বিনিময়ে ব্লু টিক ভেরিফিকেশন পাবেন। তার জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে ব্যবহারকারীদের। তবে ব্যবহারকারীদের অভিযোগ, এখন আর সেই ব্লু টিক কেনার অপশন ট্যুইটারে পাওয়া যাচ্ছে না। যদিও এ নিয়ে ট্যুইটারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 

Comments are closed.