ড্রোন উড়িয়েই মিলল সাফল্য! অনেকটাই নিয়ন্ত্রণে সাঁতরাগাছির যানজট 

সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজের কারণে কয়েকদিন ধরেই তীব্র যানজট হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। তবে এবার যানজট অনেকটাই কমিয়ে ফেলা গিয়েছে। ড্রোনের ব্যবহার করে ফল মিলেছে, এমনটাই দাবি হাওড়া জেলা পুলিশের।

মঙ্গলবারই যানজট মোকালবিলায় ড্রোন ব্যবহার করে হাওড়া পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ১০ মিনিট অন্তর দু’দিকের গাড়ি ছাড়া হচ্ছে। ফলে অনেকটাই তাড়াতাড়ি দু’দকের গাড়িগুলো চলাচল করতে পারছে। এছাড়াও বাকি রাস্তার ঠিক কোথায় যানজটটা বেশি এবং তা ছাড়াতে বিকল্প কোন রাস্তা ব্যবহার করা যেতে পারে ড্রোনের মাধ্যমে তা খুব সহজেই করে ফেলা যাচ্ছে। যার জেরে কোনও গাড়িকেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। 

সেতু মেরামতির কাজের জন্য এক দিকের লেন বন্ধ রাখা হয়েছে। অন্য লেনটি থেকে শুধুমাত্র ছোট গাড়িই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাকি বড় গাড়ি, পণ্যবাহী গাড়ি সব বিকল্প রাস্তা দিয়ে হাওড়ায় ঢুকছে। যার জেরে সপ্তাহের প্রথম দিনই তীব্র যানজট শুরু হয়। ১০ মিনিটের রাস্তা পেরোতে কোথাও কোথাও ১ ঘন্টাও লাগছে। যানজট কীভাবে নিয়ন্ত্রণে করা যায়, তা নিয়ে পুলিশের চিন্তার শেষ ছিল না। অবশেষে মঙ্গলবার থেকে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ড্রোনের ব্যবহার কাজে দিয়েছে বলেই দাবি হাওড়া পুলিশের। 

Comments are closed.