মেসিদের পরাজিত করে ইতিহাস রচনা, জাতীয় ছুটি চলছে সৌদি আরবে, বিশ্বকাপের বাইরে আরব ডিফেন্ডার

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস রচনা করেছে সৌদি আরব। সেই খুশিতে বুধবার জাতীয় ছুটি সৌদি আরবে। জাতীয় দলের জয় উদযাপন করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছুটির প্রস্তাব দেন। সেই ছুটির বিষয়ে অনুমোদন দেন বাদশাহ সালমান। এদিন সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীরা ছুটি উপভোগ করেছেন।

টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে মঙ্গলবার বিশ্বকাপে সৌদি আরবের কাছে পরাজিত হয় আর্জেন্টিনা। ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। মঙ্গলবার প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় সৌদি আরবকে এগিয়ে দেয় সালেহ আল শেহরি। একটি গোল করেন তিনি। এর ঠিক পরে ৫৩ মিনিটের মাথায় সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। বিশ্বকাপের মতন টুর্নামেন্টে এমন অসাধারণ জয় আসবে তা আশাও করতে পারেননি দেশের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল ক‌্যামেরুন। তারপর ক‌্যামেরুন সরকার গোটা দেশে পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছিল।

তবে আনন্দের মধ্যেও একটাই চিন্তা সৌদি আরবের সমর্থকদের। মঙ্গলবার একটি বল আটকাতে গিয়ে গোলকিপার মহম্মদ আলোয়েইসের সঙ্গে ধাক্কা লাগে ডিফেন্ডার শাহরানির। গোলকিপারের হাঁটু তাঁর চোয়ালে লাগে। স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে আন হয় তাঁকে। তার মুখের হাড় ভেঙে যায় তাঁর। ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে। মনে করা হচ্ছে এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।

Comments are closed.