যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেটসুর ইউনিয়নের ঘরে ভাঙচুর, উত্তেজনা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেটসুর ইউনিয়ন রুমে ভাঙচুর হল রাতের অন্ধকারে। ইউনিয়ন রুমে রুমে একদল দুষ্কৃতী রাতে হামলা চালায়।
কে বা কারা এই ভাঙচুর চালাল তা জানা যায়নি। কেনই বা হামলা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্রছাত্রীদের সংগঠন ফেটসু। ক্যাম্পাসের ভিতরে তাদের ইউনিয়ন রুম রয়েছে। বুধবার সকালে এক পড়ুয়া হস্টেল থেকে বাড়ি ফেরার সময় দেখতে পান ফেটসুর ইউনিয়নের ঘর ভাঙচুর করা হয়েছে। চারিদিকে পড়ে রয়েছে টেবিল-চেয়ার। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র।
উঠছে কে বা কারা কেনই বা ভাঙচুর চালাল। রাতে একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়ে বেরিয়ে গেল তা কেউ বুঝতে পারলেন না কেন উঠছে সেই প্রশ্নও। তবে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেখা গিয়েছে। পড়ুয়াদের তরফ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে।

Comments are closed.