ভবানীপুরে মমতা, খড়দহ থেকে দাঁড়াচ্ছেন শোভনদেব চ্যাটার্জি

শোভনদেব ইস্তফা দেওয়ার পর প্রশ্ন ছিল তাঁকে কি রাজ্যসভা পাঠাবেন মমতা? স্পিকার বিমান ব্যানার্জিকে ইস্তফা দিয়ে শোভনদেবের ইঙ্গিত ছিল নেত্রী পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণের মধ্যেই জানা গেল, সম্ভবত কাজল সিনহার মৃত্যুতে খালি খড়দহ বিধানসভা থেকেই তৃণমূল প্রার্থী হতে চলেছেন শোভনদেব চ্যাটার্জি।

জানা যাচ্ছে, শোভনদেব রাজ্যসভায় যেতে আগ্রহী নন। থাকতে চান রাজ্য রাজনীতিতেই। অন্যদিকে অমিত মিত্র ভোটে দাঁড়াতে চান না। তাই খড়দহ থেকে শোভনদেবকে টিকিট দিতে চান নেত্রী। তাই শোভনদেব চ্যাটার্জি কৃষি মন্ত্রী থাকছেন।

Comments are closed.